নৌপথে উভয়মুখী যাত্রীদের ঢল

- আপডেট সময় : ০১:৫২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশ দ্বার শিমুলিয়া-বাংলাবাজার নৌপথের শিমুলিয়া ঘাটে ঈদের পরের দিন সকাল থেকেই উভয়মুখী যাত্রীদের ঢল নেমেছে। ফেরী পারাপারের অপেক্ষায় রয়েছে অসংখ্য যানবাহন।
বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি সূত্রে জানায় কাল থেকে কঠোর বিধিনিষেধ শুরু হচ্ছে এই খবরে মানুষ যে যার গন্তব্যে ফিরতে মরিয়া হয়ে উঠেছে।ফলে শিমুলিয়া ঘাটে উভয়মুখী যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে যায় ভোর থেকেই। বাড়তী চাপ সামাল দিতে ফেরী কতৃপক্ষ রোরো, কেটাইপ, ঠেলা ও মিডিয়ামসহ মোট ১৪টি ফেরী সচল রেখেছে। এছাড়া চলচল করছে ৮৬টি লঞ্চ। তবে লঞ্চগুলোয় ধারণ ক্ষমতার চেয়ে তিন থেকে চারগুণ যাত্রী ওঠাতে দেখা গেছে।
এদিকে, পরিবারের সাথে ঈদ উদযাপন শেষে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথেও ঢাকায় ফিরতে শুরু করেছে অসংখ্য মানুষ। যাত্রী ও যাত্রীবাহী পরিবহনের চাপ বেড়েছে ব্যাপক। কাল ভোর থেকে ফের কঠোর বিধিনিষেধ শুরু হওয়ায় ঝামেলা এড়াতে ব্যবাসায়ী, চাকুরীজিবীরা বৃহস্পতিবার থেকেই নদী পথ পাড়ি দিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। অপর দিকে যারা ঢাকায় ঈদ করেছেন, তারাও বাড়িতে যাবার জন্য পাটুরিয়ায় ভিড় করছেন। এ নৌপথে ছোট বড় মিলে ১৬ ফেরির মধ্যে ৮ টি চলাচল করছে।