নৌকা প্রতিক কেনা যায় : মো. সেকান্দার আলী

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
দলীয় মনোনয়ন না পেয়ে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং চেয়ারম্যান পদে এবার স্বতন্ত্র প্রার্থী মো. সেকান্দার আলী অভিযোগ করে বলেছেন, নৌকা প্রতিক কেনা যায়..কুমিল্লার প্রতিনিধি এবং নেতাকর্মীদের কেউই জানেন না। ঢাকায় যে নৌকা কেনাবেচা হয়, আগে জানা ছিলো না।
মঙ্গলবার আনারস প্রতীক পাওয়ার পর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে তিনি এ ধরনের বক্তব্য দেন। পরে এ বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার ১নম্বর কালীরবাজার ইউনিয়নে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থী। তার এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে এবং এ নিয়ে দলসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর আদর্শ সদর উপজেলার ১ নম্বর কালির বাজার ইউনিয়নে নির্বাচন হবে।