নোয়াখালী, ঝালকাঠি ও মানিকগঞ্জে তিনজনের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
নোয়াখালী, ঝালকাঠি ও মানিকগঞ্জে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নোয়াখালী গ্রামীণ হাসপাতালে লিফটের নিচে পড়ে জহুরা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় ওই নারী শ্বশুরকে দেখতে এসে নিচে নামতে গিয়ে লিফটের নিচে পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।পুলিশ মরদেহ উদ্ধার করে। কারো অবহেলা থাকলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঝালকাঠির নলছিটি থেকে রাসেদুল হক নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরন নামক এলাকায় সুগন্ধা নদীর তীর থেকে রাশেদুলের মরদেহ উদ্ধার করে নলছিটি থানা পুলিশ।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চরকালিকাপুর এলাকার যমুনা নদীর বালুচর থেকে হুমায়ুন কবির নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
















