নোয়াখালীর সুবর্নচরে হত্যা মামলার আসামীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
নোয়াখালীর সুবর্নচর উপজেলার চরকাজী এলাকায় হত্যা মামলার আসামীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
দুপুরে চরকাজী মোখলেছ গ্রামে অনুষ্ঠিত বিক্ষোভ ও মানববন্ধনে নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, গত ৯ জুন চরকাজী মোখলেছ গ্রামের মালেকের দোকানের সামনে সন্ত্রাসীদের চাঁদা না দেয়ায় প্রবাসী কামাল হোসেনকে প্রকাশ্য কুপিয়ে হত্যা করে সন্ত্রাসী মাইনউদ্দিন, মাসুদ, রফিকসহ সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের স্ত্রী আনোয়ারা বাদী হয়ে চরজব্বর থানায় হত্যা মামলা দায়ের করলেও ঘটনার ২০ দিন পরেও আসামীরা গ্রেফতার হয়নি। তাই দ্রুত আসামীদের গ্রেফতারের দাবি জাননো হয়।