নোয়াখালীর কোম্পানীগঞ্জের ইউপি চেয়ারম্যান নুরনবী চৌধুরী গুলিবিদ্ধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নুরনবী চৌধুরী গুলিবিদ্ধ হয়েছেন।
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খান জানান, সকালে সাড়ে ১০টার দিকে নুরনবী চৌধুরী মোটরসাইকেলে ভিজিএফ-এর চাল আনতে উপজেলা পরিষদে যাচ্ছিলেন। পৌরসভার মাস্টারপাড়া এলাকায় পৌঁছুলে সেখানে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসী রাসেল প্রকাশের নেতৃত্বে ৩০/৪০ জনের একটি সশস্ত্র দল নুরনবীর উপর হামলা চালায়। এসময় তার পায়ে গুলি করে এবং পিটিয়ে মারাত্মকভাবে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা নেয়ার পর, উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের কোন্দলকে দায়ী করেছেন এলাকাবাসী।
























