নোয়াখালীর কোম্পানিগঞ্জে অস্ত্রের ঝনঝনানি চলছে : আবদুল কাদের মির্জা
- আপডেট সময় : ০৮:২০:২৪ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১
- / ১৬৩০ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানিগঞ্জে অস্ত্রের ঝনঝনানি চলছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই- বসুরহাট পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা।
তিনি বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছেন, শেখ হাসিনা মানুষের ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন। এখন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য তাকে কাজ করতে হবে। মির্জা কাদের বলেন, পয়সা দিয়ে যারা এমপি’র মনোনয়ন নেন, তারা জীবনে এলাকায় গিয়ে গরীব মানুষের পাশে দাঁড়ান না। তারা নির্বাচন আসলেই প্রার্থী হয়ে ভোট চুরির জন্য দৈহিক শক্তি ব্যবহার করতে মাস্তান ভাড়া করেন। শেখ হাসিনা কখনো এদেরকে পাহারা দেবেন না। দায় নেবেন না। যদি কোম্পানীগঞ্জের নির্বাচন নিয়ে কোন যড়যন্ত্র হয়, কোন মায়ের বুক খালি হয়, তাহলে এর সকল দায়-দায়িত্ব ডিসি-এসপিকে নিতে হবে বলেও হুশিয়ারি দেন মির্জা কাদের।




















