নোয়াখালীতে ভোট কারচুপির সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:০৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
- / ১৬২২ বার পড়া হয়েছে
নোয়াখালীর চাটখিল উপজেলার ৩ নম্বর ওয়ার্ডে একটি ভোট কেন্দ্রে পুনঃগননা ও ভোট কারচুপির সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে স্থানীয়রা।
সকালে নোয়াখলা কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসুচি পালিত হয়। মানববন্ধনে পরাজিত বেশ কয়েকজন মেম্বার প্রার্থী জানান, প্রিজাইডিং অফিসার অনৈতিক সুবিধা নিয়ে ভোট কারচুপি করে পরাজিত প্রার্থীকে জয়ী ঘোষণা করেছেন। এছাড়া ভোট গননার সময় এজেন্টদের একটি কক্ষে আটকে রাখা হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

 
																			 
																		























