নোয়াখালীতে করোনা আতংকে বেসরকারি হাসপাতালগুলোর চেম্বার বন্ধ

- আপডেট সময় : ০৩:১৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
নোয়াখালীতে করোনা আতংকে বেসরকারি হাসপাতালগুলোর চেম্বার বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসক ও নার্সদের সেবায় এমন অনীহা উদ্বিগ্ন করে তুলছে সাধারণ মানুষকে। ফেনীতে করোনা ভাইরাস ঠেকাতে প্রবাসীরা মানছে না ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন। আর করোনা প্রতিরোধে সচেতনতার বার্তা পৌঁছেনি শেরপুর সীমান্তের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ঘরে।
করোনা সংক্রামণ আতংকে নোয়াখালীর বেসরকারি হাসপাতালগুলোর বেশিরভাগ প্রাইভেট চেম্বার বন্ধ করে দিয়েছে চিকিৎসকরা। হাসপাতালের ভর্তি রোগিদেরও দেখতে আসছেন না বেশিরভাগ চিকিৎসক। নানা অজুহাতে ছুটি নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন অনেক নার্স।
নার্স ও চিকিৎসক নেতারা বলছেন, ইচ্ছা থাকা স্বত্বেও নিজেদের প্রটেকটিভ গাউন, হ্যান্ডগ্লাভস, মাস্ক, ক্যাপ, হ্যান্ড স্যানিটাইজারসহ অন্য সামগ্রী সরবরাহ না থাকায় অনেকে চেম্বার বন্ধ রেখেছেন।
এমন সংকট নিরসনের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে জেলা বেসরকারি হাসপাতাল মালিক সমিতি।শিগগিরই চিকিৎসা সংশ্লিষ্টদের নিরাপত্তায় পিপিইসহ অন্যান্য সামগ্রী সাহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।
দেশের প্রবাসী অধ্যুসিত ফেনী জেলার প্রায় ৮০ ভাগ পরিবারের সদস্য প্রবাসী। বর্তমানে প্রবাসীসহ তাদের পরিবারের ৩ হাজার ৯শ’ ৫০ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। তবে অনেক প্রবাসী বাড়ী ফিরে বিয়েসহ বিভ্ন্নি অনুষ্ঠান ও হাট বাজারে অবাধে ঘোরাঘুরি করছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে অভিযোগ দিলেও নেই কার্যকর পদক্ষেপ।
এদিকে কোয়ারেন্টাইন বিধি না মানলে আইননুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক।