নোয়াখালীর মসজিদের ছাদে পাতা কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশু মারা গেছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
- / ১৯১১ বার পড়া হয়েছে
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মসজিদের ছাদে পাতা কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশু মারা গেছে। সকালে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো—হাজীপুর গ্রামের মো.জিসান এবং রাহাত হোসেন।
স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন জানান, সকালে তারা মক্তবে পড়তে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। কিন্তু, তারা মক্তবে না গিয়ে সকাল সাড়ে ৭টার দিকে কয়েকজন মিলে গাছের পাতা কুড়াতে হাজীপুর গ্রামের মসজিদের ছাদে ওঠে। এসময় মসজিদের পাশ ঘেঁষে যাওয়া ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের তারে জড়িয়ে দুই শিশু গুরুতর আহত হয়। একপর্যায়ে তারা নিচে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সুবর্ণচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চরজব্বার থানার ওসি হুমায়ুন কবির জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।