নোয়াখালীতে ট্রাক-অটোরিক্সার সংঘর্ষে মা মেয়ে নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
- / ১৮৬৭ বার পড়া হয়েছে
নোয়াখালীর সুবর্ণচরে ট্রাক-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মা মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় অটোচালকসহ আরও দুইজন আহত হয়েছেন।
দুপুরে উপজেলার সোনপুর টু চেয়ারম্যান সড়কের দারোগা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, উপজেলার চেয়ারম্যান ঘাট থেকে একটি যাত্রীবাহী অটোরিক্সা সোনাপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। যাত্রা পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে অটোরিক্সা ধুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই শিশু শারমিন মারা যায়। স্থানীয় তার মাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।