নোট বই গুদামজাত ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ী আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
নিষিদ্ধ নোট গাইড বই গুদামজাত ও বিক্রির অভিযোগে সাতক্ষীরায় দুই ব্যবসায়ী আটক করা হয়েছে।
বুধবার বিকেল থেকে গভীর রাত পযন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, অবৈধ নোট গাইডের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে সদর সার্কেলের নেতৃত্বে সদর থানা পুলিশ ও ডিবি পুলিশ শহরের বই মেলা ও পপি লাইব্রেরিতে যৌথভাবে অভিযান চালায়। এসময় তিনটি গোডাউনে অভিযান চালিয়ে অন্তত ৫ ট্রাক নিষিদ্ধ ঘোষিত নোট গাইড জব্দ করা হয় এবং ওই দুই ব্যবসায়ী জাহাঙ্গীর ও মামুনকে আটক করা হয়।