নেশন্স কাপের ফাইনালে মুখোমুখি হবে মিশর ও সেনেগাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৬:০১ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬১৬ বার পড়া হয়েছে
রাতে শেষ হচ্ছে আফ্রিকান শ্রেষ্ঠত্বের মিশন। নেশন্স কাপের ফাইনালে মুখোমুখি হবে মিশর ও সেনেগাল। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে দু’দলের মহারণ।
ম্যাচে আলোচনায় লিভারপুল দলের দুই তারকা সতীর্থ মোহাম্মেদ সালাহ ও সাদিও মানে। এবার মাঠে নামবেন একে অপরের প্রতিপক্ষ হয়ে। পুরো আসরেই দাপট দেখিয়ে ফাইনালে এসেছে মিশর ও সেনেগাল। ফাইনালেও আত্মবিশ্বাসের তুঙ্গে দুই দল। অতীত পরিসংখ্যান এগিয়ে রাখছে মিশরকে। আগের ১২বারের দেখায় ৬ জয়ে এগিয়ে মিশর। সেনেগালের ৪ জয়ের বিরপীতে ২ ম্যাচ হয়েছে ড্র। টুর্নামেন্ট ইতিহাসও মিশরের পক্ষে। এর আগে, আটবার শিরোপা উৎসব করেছে মিশর। অন্যদিকে, প্রথমবার শিরোপা জয়ের হাতছানি সেনেগালের সামনে। ইনজুরি মুক্ত একাদশ পাচ্ছে দু’দল।জমজমাট ফাইনালের অপেক্ষায় ফুটবল ভক্তরা।










