নেপাল থেকে পাঁচ’শ মেগাওয়াট বিদ্যুৎ আনতে আরো পাঁচ/ছয় বছর সময় লাগবে

- আপডেট সময় : ০৭:০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
নেপাল থেকে পাঁচ’শ মেগাওয়াট বিদ্যুৎ আনতে আরো পাঁচ/ছয় বছর সময় লাগবে। কেবল অবকাঠামো তৈরির কাজে হাত দেয়ার প্রস্তুতি নিচ্ছে দেশটি। রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশ-নেপালের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকে একথা জানান, দেশটির সফররত পররাষ্ট্র মন্ত্রী প্রদীপ কুমার গোয়ালি। এছাড়া, সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারে আগ্রহের কথাও জানান তিনি। বাংলাদেশও ইতিবাচক বলে জানান, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বিদ্যুৎ রপ্তানির বিষয়ে বাংলাদেশ, ভারতের একটি কোম্পানিকে অনুমোদন দিয়েছে। এরপরই বিদ্যুৎ উৎপাদন ও রপ্তানির জন্য মনোযোগী হয়েছে নেপাল সরকার। এ বিষয়ে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশ-নেপালের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বৈঠক শেষে নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার বলেন, অগ্রাধিকার ভিত্তিক বাণিজ্য চুক্তি পিটিএ করে তার আলোকে পণ্য আমদানি-রপ্তানির বিষয়ে একমত হয়েছেন তারা।
সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রে প্রতিবেশি চার দেশের মধ্যে আন্তঃযোগাযোগ চুক্তি বিবিআইএন কার্যকর করার বিষয়েও কথা হয় বলে জানান, ড. মোমেন।জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের বিষয়ে কাজ শুরু হবে বলে আশ্বস্ত করেন নেপালের মন্ত্রী।১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তিনদিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন নেপালি পররাষ্ট্র মন্ত্রী।