নেপালের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আজও বিশ্রামে ফুটবলাররা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২২:৫৩ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আজও অনুশীলন করেনি বাংলাদেশ ফুটবল। বিশ্রামে কাটিয়েছেন ফুটবলাররা।
শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে হারলেও ফাইনাল খেলার সম্ভাবনা এখনো ফুরিয়ে যায়নি বাংলাদেশের। দুই দিনের বিশ্রামে দল আরও উদ্যোমী হয়ে মাঠে নামবে বলে বিশ্বাস দলের ফুটবলারদের। সঙ্গে অপেক্ষায় আছেন আরো একটা ভালো দিনের। এদিকে, নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় নেপালের বিপক্ষে ম্যাচে ফিরতে বাধা নেই রাকিব ও বিশ্বনাথের। কিন্তু হলুদ কার্ড ছিটকে দিয়েছে রাইট ব্যাক ইয়াসিন আরাফাতকে।দলের ইনজুরি সমস্যা নেই। টানা দুই দিন বিশ্রামে কাটিয়ে রোববার অনুশীলন করবে অস্কার ব্রুজন শীষ্যরা।