নেত্রকোনার বারহাট্টায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
নেত্রকোনার বারহাট্টায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাতে উপজেলার আসমা ইউনিয়নের ছোট কৈলাটী গ্রামে এ হত্যাকান্ডটি ঘটে। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, নিহত রুবেল মিয়ার সাথে দীর্ঘদিন ধরে তারই চাচাতো ভাই কাইয়ুম, কাদির ও শাহ্জাহানের সাথে জমি নিয়ে বিরোধ চলছিলো। এরই জেরে রুবেল গেলরাতে বাজার থেকে বাড়ি যাওয়ার পথে তার পথ রোধ করে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় এলাকাবাসী তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।