নেত্রকোনার পূর্বধলায় লিপি আক্তার নামে এক গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
- / ১৬০৬ বার পড়া হয়েছে
নেত্রকোনার পূর্বধলায় লিপি আক্তার নামে এক গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ভোরে উপজেলা সদরের পশ্চিম বাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, পূর্বধলা উপজেলার পশ্চিম বাজার এলাকায় ভোরে নিজ বসতঘরে লিপি আক্তার ও তার চাচাতো দেবর রাসেলের গলাকাটা অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। পরে দুজনকেই পূর্বধলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লিপি আক্তারকে মৃত ঘোষণা করে।এদিকে আশংকাজনক অবস্থায় রাসেলকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেবর রাসেলের সাথে পরকীয়ার জের ধরে এই ঘটনা ঘটতে পারে বলেও জানায় পুলিশ।