নেত্রকোনার কুখ্যাত রাজাকার খলিলুর রহমান গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৬২৮ বার পড়া হয়েছে
মুক্তিযুদ্ধকালীন যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী নেত্রকোনার কুখ্যাত রাজাকার খলিলুর রহমান কে ঢাকার সাভার থেকে গ্রেফতার করেছে রেব। গতকাল রাতে তাকে সাভারের জামতলা থেকে গ্রেফতার করা হয়।
সকালে কারওয়ান বাজারে রেব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৭ বছর ধরে খলিলুর রহমান আত্মগোপনে ছিলেন। এসময় তিনি কোন মোবাইল ব্যবহার করতেন না।
পরিবারের সদস্যরা গোপনে তার সব খরচ চালাতেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে ২২টি হত্যাকাণ্ডসহ একাধিক ধর্ষণের সাথে জড়িত ছিলেন খলিলুর রহমান। এর আগে গত ১৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খলিলুর রহমানের মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়।