নেত্রকোনার আটপাড়ার ফিসারীতে বিষ দেয়ায় প্রায় ৫০ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ মরে গেছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
পূর্বশত্রুতার জের ধরে নেত্রকোনার আটপাড়ার ফিসারীতে বিষ দেয়ায় প্রায় ৫০ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ মরে গেছে।
শনিবার ভোররাতে আটপাড়া উপজেলার টেঙ্গা গ্রামের খাইরুল ইসলামের ৮টি মধ্যে ৩টি পুকুরে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ ও ফিসারীর মালিক জানায় তার ৮টি পুকুরে রুই, কাতলা, মহাশুল, পাবদা, শিং, মাগুরসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিল। এর মধ্যে ৩টি পুকুরে আজ ভোর রাতে কোন এক সময় কে বা কারা বিষ দেয়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ।