নেত্রকোনার অবৈধভাবে আসা ভারতীয় গরু আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬২০ বার পড়া হয়েছে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধভাবে আসা ভারতীয় গরু আটক করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যার দিকে দুর্গাপুর উপজেলার ভরতপুর ও বারমারি সীমান্ত এলাকা থেকে ৫১ টি ভারতীয় গরু আটক করা হয়। আটককৃত গরুর মুল্য প্রায় ২৫ লক্ষ টাকা। দুর্গাপুর সার্কেল সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী জানান, কলমাকান্দার ভরতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গরুগুলো আটক করা হয় । তবে কোন চোরাকারবারিদের আটক করা যায়নি । আইনি প্রক্রিয়া মাধ্যমে প্রকাশ্য নিলাম ডাকের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।























