নেত্রকোণার মদনে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১ জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
নেত্রকোণার মদনে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত একজনের মৃত্যু হয়েছে। নিহত কালাচান মদন সদর উপজেলার দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা।
গেলোরাতে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মঙ্গলবার দুপুরে উপজেলার মদন ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের সামনের হাওরে আইন বিলে জমি দখল নিয়ে সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ২০ জন আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান স্থানীয় থানার পুলিশ কর্মকর্তা।