নেত্রকোণার কেন্দুয়ার একটি স্কুলে প্রধান শিক্ষিকার আত্মহত্যা

- আপডেট সময় : ০৫:৪২:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
আত্মহত্যা করেছেন নেত্রকোণার কেন্দুয়ার একটি স্কুলে প্রধান শিক্ষিকা। মেয়ের সাথে অভিমান করে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহননের পথ বেছে নেন তিনি।
শুক্রবার রাত ১১ টার দিকে কেন্দুয়া পৌর শহরের আরামবাগে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার জয়কা সাতাশি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, মেহেরুন্নেছা নেলি তার মেয়ের সাথে অভিমান করে তার ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় পুলিশ।
ঝিনাইদহের কোটচাঁদপুরে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে কোটচাঁদপুর স্টেশনের অদুরে লাইনের পাশ থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
রাজশাহীর বাঘায় পদ্মার চরের পেয়ারা বাগান থেকে সেন্টু আলী নামের এক প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়। হত্যার কারণ এখনো জানা যায়নি।