নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি’র শীর্ষ পর্যায়ের নেতারা দলটি ছেড়ে চলে যাচ্ছেন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯
- / ১৬২৫ বার পড়া হয়েছে
নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি’র শীর্ষ পর্যায়ের নেতারা দলটি ছেড়ে চলে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাস ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ‘সামাজিক অংশগ্রহণ’ বিষয়ক মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। মেডেকেল বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ঠিক থাকলেও, দলের নেতারা অবনতির অভিযোগ করা লজ্জাজনক বলে মন্তব্য করেন তিনি। এ সময় জেলা প্রশাসকসহ অনেকেই উপস্থিত ছিলেন।