নেতা শেখ হাসিনার গাড়িবহরে কলারোয়ায় হামলা মামলার ১২৩তম কার্য দিবসে সাক্ষ্য গ্রহণ আজ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে সাতক্ষীরার কলারোয়ায় হামলা মামলার ১২৩তম কার্য দিবসে সাক্ষ্য গ্রহণ আজ।
দুপুরে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হুমায়ুন কবীরের কাছে ১১তম সাক্ষী হিসেবে সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি ও জেলা আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আবু আহম্মেদ আজ সাক্ষ্য দেবেন। এছাড়াও আরও কয়েকজনের সাক্ষী আদালতে তোলার কথা রয়েছে। তবে সুপ্রীম কোর্টের এ্যাপিলেট ডিভিশনের চেম্বার জজ আদালতে লিভ টু আপীল শুনানির দিন ধার্য্য হওয়ায় সাক্ষীদের জেরা করছেন না আসামী পক্ষের আইনজীবীরা। ২০১৭ সালের ২১শে সেপ্টেম্বর উচ্চ আদালতের নির্দেশে মামলার কার্যক্রম স্থগিত করা হয়। গেল ২২শে অক্টোবর ৯০ দিনের মধ্যে বিচারকাজ শেষ করতে বিচারিক আদালতকে নির্দেশ দেয় উচ্চ আদালত।