নীলফামারীর রাজনীতিতে বেড়েছে ভোটের উত্তাপ
- আপডেট সময় : ০৩:৩৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন ঘিরে নীলফামারী জেলার রাজনীতিতে বেড়েছে ভোটের উত্তাপ। পুরুষের পাশাপাশি এবার ভোট ভাবনায় মেতেছে জেলার নারীরাও। অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচন চাওয়া তাদের। যেখানে কোন বাধা ছাড়াই নারীরা নির্বিঘ্নে প্রবেশ করবেন ভোট কেন্দ্রে, নিরাপদে প্রয়োগ করবেন নিজের ভোটাধিকার। আর যারা নারীদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে কাজ করবেন ভোট দিয়ে এমন প্রতিনিধি ও সরকার নির্বাচিত করতে চান তারা।
হিমালয়ের কোলঘেষা জেলা নীলফামারী। দেশের কৃষি প্রধান এই জেলার সংসদীয় আসন মোট চারটি। তফসিল ঘোষণা হওয়ায় দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। পুরুষের পাশাপাশি রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে নারীদের মাঝেও। তারাও ভাবছেন এবারের নির্বাচনের ভোট নিয়ে।
এবার এমন প্রতিনিধি ও সরকার নির্বাচন করতে চান তারা, যারা নারীদের সাংবিধানিক অধিকার সুরক্ষা, কর্মসংস্থান এবং শিক্ষার উন্নয়নে কাজ করবে।
এদিকে সামাজিক নিরাপত্তা নিশ্চিত, নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠাসহ দিনে রাতে সমান ভাবে চলাফেরার স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান এই জেলার নারীরা।
আগামীতে নির্বাচিত সরকারকে নারীবান্ধব সরকার প্রত্যাশ করে নারীরা বলেন, নারীর ক্ষমায়ন, নিরাপত্তা, অর্থনৈতিক মুক্তি এবং দেশের ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থবির আর্থসামাজিক ব্যবস্থাকে উন্নত করে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সর্বোচ্চ জোর দেবে সরকার।
জেলার চারটি সংসদীয় আসনে এবার মোট ১৫ লাখ ৭৩ হাজার ২৩২ জন ভোটারের মধ্যে ৭ লাখ ৮২ হাজার ১৪ জন নারী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।














