নিয়ম-নীতি উপেক্ষা করে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে শিল্প মেলা

- আপডেট সময় : ০১:৪২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
- / ১৬৫৯ বার পড়া হয়েছে
নওগাঁয় নিয়ম-নীতিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে শুরু হচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা। মেলার পাশেই দু’টি শিক্ষা প্রতিষ্ঠান হওয়ায় পরীক্ষা ও ক্লাসের ক্ষতির অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
তৃনমূল নারী উদ্যোক্তা সোসাইটি’ নামে একটি সংগঠন এই মেলার আয়োজন করতে যাচ্ছে। মুক্তির মোড় এই মেলার পাশেই জিলা স্কুল ও ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা। শিক্ষাথিরা বলছেন, এসএসসি পরীক্ষা শেষ হলেই শুরু হবে প্রথম সাময়িক পরীক্ষা। আছে অন্যান্য ক্লাস পরীক্ষাও। এই মেলার আয়োজনে বড় ক্ষতির অভিযোগ করেছেন তারা।
এদিকে বিধি অনুযায়ী জেলা চেম্বার অব কমার্সের নিধারিত ফি জমা দেয়নি কর্তৃপক্ষ। ফলে এটিকে অবৈধ আয়োজন বলছে চেম্বার নেতারা। তবে আয়োজকদের ভরসা কেবলই জেলা প্রশাসনে।
এদিকে, এতবড় আয়োজনে মিলেনি আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি। পুলিশ বলছে মেলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানেন না তারা। যদিও এসব অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজী হননি জেলা প্রশাসন খালিদ মেহেদী হাসান।
আগামী ২৫ মে থেকে ১৪ দিনের জন্য এই মেলা বসবার কথা রয়েছে।