নিষিদ্ধ জঙ্গী সংগঠন আল্লাহ দলের সক্রিয় সদস্য তারিখ গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
মেহেরপুরে নিষিদ্ধ জঙ্গী সংগঠন আল্লাহ দলের সক্রিয় সদস্য তারিখকে গ্রেফতার করেছে আইনশৃংখলাবাহিনী। আটক তারিক মেহেরপুর সদর উপজেলার বসন্তপুর গ্রামের ছেলে।
বসন্তপুর গ্রামে ভোর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে জঙ্গি মামলায় আটক দেখিয়ে তাকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করে র্যাব। র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতের এই অভিযানে অংশ নেয় র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামাল উদ্দিন এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমান।