নিলা রায় হত্যার দু’দিন পেরিয়ে গেলেও আটক হয়নি আসামি মিজানুর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
সাভারে স্কুলছাত্রী নিলা রায়ের হত্যাকারী মিজানুর রহমানকে ঘটনার দু’দিন পেরিয়ে গেলেও আটক করতে পারেনি পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার ওসি বিমল চন্দ্র জানান, হত্যাকারী মিজানকে আটকে অভিযান চলছে। এদিকে সংঘটিত হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। এদিকে, এখনো হত্যাকারীকে আটক করতে না পারায় এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নীলা রায়ের পরিবারের সদস্যসহ স্থানীয়রা। এর আগে নীলা রায়ের বাবা নারায়ন রায় বাদী হয়ে সাভার মডেল থানায় হত্যাকারী মিজান ও তার বাবা-মা’কে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
























