নিলামে ১০ কোটি টাকায় বিক্রি হলো আইনস্টাইনের চিঠি

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
- / ১৫৮০ বার পড়া হয়েছে
জার্মান পদার্থবিদ অ্যালবার্ট আইনস্টাইনের লেখা একটি চিঠি নিলামে ১০ কোটি টাকায় বিক্রি হয়েছে।
ই ইক্যুয়াল টু এমসি স্কয়ার সমীকরণ সম্বলিত চিঠিটি নিলামে তোলে যুক্তরাষ্ট্রের বোস্টনভিত্তিক সংস্থা আর আর অকশন। আয়োজকদের ধারণা ছিল ৪ লাখ ডলারে বিক্রি হতে পারে চিঠিটি। কিন্তু বিক্রি হয়েছে ১২ লাখ ডলার বা ১০ কোটি টাকারও বেশি দামে। পোলিশ-আমেরিকান পদার্থবিদ লুদউইক সিলবারস্টাইনকে লেখা চিঠিটি কিনে নেন অজ্ঞাত একজন নথি সংগ্রাহক। পদার্থবিদ্যা পড়েননি এমন মানুষও কখনো না কখনো শুনেছেন ই ইক্যুয়াল টু এমসি স্কয়ার সমীকরণটি। বিশ্বজুড়ে এতটাই আলোচিত জার্মান পদার্থবিদ অ্যালবার্ট আইনস্টাইনের উদ্ভাবিত এই সূত্রটি। জার্মান ভাষায় লেখা এক পৃষ্ঠার চিঠিতে তারিখ দেয়া আছে ২৬শে অক্টোবর, ১৯৪৬। চিঠিটি সিলবারস্টাইনের ব্যক্তিগত সংগ্রহে ছিল। পরে তার বংশধররা এটি বিক্রি করে দেন।