নির্যাতন নিপীড়ন মোকাবিলা করেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: রিজভী

- আপডেট সময় : ০৭:০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
ভয়-ভীতি কিংবা গুম-খুনের মতো নির্যাতন নিপীড়ন মোকাবিলা করেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম- মহাসচিব রুহুল কবীর রিজভী। জনগণকে বিভ্রান্ত করতেই অনলাইন অ্যাক্টিভিস্ট নিয়োগ দিয়েছে সরকার বলেও সমালোচনা করেন তিনি।
সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, রুহুল কবীর রিজভী। নির্বাচন নিয়ে সরকার এখন থেকেই নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, মুখে নির্বাচনের কথা বললেও সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন আওয়ামী লীগ চায় না । নির্বাচনী কাঠামো ঠিক না করে এমন পরিস্থিতিতে আগামী নির্বাচন হলে দেশে আরেকটা ভয়াবহ পরিণতি ঘটবে বলেও আশঙ্কা করেন রুহুল কবীর রিজভী। ডিজিটাল নিরাপত্তা আইন করে জনগণের আশা-আকাঙ্খাকে সরকার কবরে পাঠিয়েছে বলেও দাবি করেন তিনি। দেশের সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে বিএনপি’র কঠিন দায়িত্ব রয়েছে জানিয়ে রুহুল কবীর রিজভী নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।