নির্বাচন স্থগিত বিষয়ে ভিন্নমত চসিক নির্বাচনের প্রধান দুই প্রার্থীর

- আপডেট সময় : ০৮:১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত করতে কমিশনের প্রতি আহবান জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাৎ হোসেন। আর আওয়ামীলীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর দাবি সরকার এটাকে মহামারি ঘোষণা না করায় নির্বাচন স্থগিতের প্রয়োজন নেই।
সকালে নির্বাচনী প্রচারণায় নেমে এসব কথা বলেন প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী। চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বর থেকে সাধারণা মানুষের মধ্যে মাক্স বিতরণের মাধমে ব্যাতিক্রমী প্রচারণা শুরু করেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাৎ হোসেন। এ সময় নিজের নির্বাচনী প্রচারণা সংক্ষেপ করার কথা জানিয়ে অবিলম্বে নির্বাচন স্থগীত করার দাবি জানান। এদিকে দুপুর থেকে আন্দরকিল্লা ও জামালখান এলাকায় জনসংযোগ শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। তার দাবি সরকার যেহেতু এখনো করোনা ভাইরাসকে মহামারি আকার ধারণ করেনি তাই নির্বাচন পেছানোর যৌক্তিকতা এখনো তৈরী হয়নি। তারপরও নির্বাচন কমিশন এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে আপত্তি নেই বলেও জানান তিনি।