নির্বাচন বিষয়ে বাংলাদেশের কাছ থেকে আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের শেখার আছে : সিইসি

- আপডেট সময় : ০৮:৩৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের উচিত নির্বাচনের বিষয়ে বাংলাদেশের কাছ থেকে শিক্ষা নেয়া- এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ– যুক্তরাষ্ট্র বা ইউরোপ থেকে ভালো অবস্থানে আছে বলেও দাবি করেন তিনি। সকালে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভোট দেয়ার পর এ কথা বলেন তিনি। নির্বাচনে বিএনপি প্রার্থীর অভিযোগকে মিথ্যা-ভিত্তিহীন বলেও দাবি করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে, বৃহস্পতিবার উত্তরা ৫ নম্বর সেক্টরে আইইএস স্কুল অ্যান্ড কলেজে ভোট দেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যেখানে চার-পাঁচ দিনেও ভোট গণনা শেষ করতে পারে না, সেখানে বাংলাদেশের নির্বাচন কমিশন, ইভিএম ১০ মিনিটে ফল ঘোষণা করতে পারে। যুক্তরাষ্ট্র এ থেকে শিক্ষা নিতে পারে।
বিএনপির অভিযোগ প্রসঙ্গে সিইসি বলেন, বিএনপির পক্ষ থেকে কমিশনে এখনো আনুষ্ঠানিক কোন অভিযোগ জমা পড়েনি এবং মৌখিক অভিযোগের কোন সত্যতা পাওয়া যায়নি।
তবে বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কমিশনার মাহবুব তালুকদার অভিযোগ করেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে এই নির্বাচন আরও নিচে নেমে গেছে।
নির্বাচনী এলাকায় ক্ষমতাসীন দল আচরণবিধি লংঘন করেছে বলেও অভিযোগ মাহবুব তালুকদারের।