নির্বাচন নিয়ে বহিরাগতদের বিভিন্ন বক্তব্য নির্বাচনী পরিবেশকে ঘোলাটে করে ফেলেছে

- আপডেট সময় : ০২:৩৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বহিরাগতদের বিভিন্ন বক্তব্য নির্বাচনী পরিবেশকে ঘোলাটে করে ফেলেছে বলে দাবি করেছেন তৈমূর আলম খন্দকার। অন্যদিকে আরেক মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, নির্বাচনে বিশৃংখলা ঠেকাতে নারায়ণগঞ্জ সফরে গেছেন দলের কেন্দ্রীয় নেতারা। আলাদা সংবাদ সম্মেলনে এমন অভিযোগ ও দাবী করেন দুই মেয়র প্রার্থী। অন্যদিকে, আজ মধ্যরাতে শেষ হচ্ছে নাসিক নির্বাচনের গণসংযোগ।
জেলা প্রশাসকের সঙ্গে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক দেখা করে আচরণ বিধি ভঙ্গ করেছেন বলে অভিযোগ করেন এই স্বতন্ত্র প্রার্থী। এ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। সকালে নারায়ণগঞ্জে তার নির্বাচনী প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থী তৈমুর আলম খন্দকার। নির্বাচনকে প্রভাবিত করতেই এমনটি করা হচ্ছে বলে দাবি করেন তিনি। প্রশাসন হাতি মার্কার সমর্থকদের উপর চাপ প্রয়োগ করছে বলেও অভিযোগ করা হয়। তৈমূর বলেন, নেতাকর্মীদের গ্রেফতার করে ভয়ভীতি দেখানো হচ্ছে। দেওভোগে নির্বাচনী সংবাদ সম্মেলনে ডা. আইভী দাবী করেন, প্রভাব খাটাতে দলের কেন্দ্রীয় নেতারা কাজ করছেন না। বিশৃংখলা ঠেকাতেই তাদের নারায়ণগঞ্জ সফর। আজ মধ্যরাতের আগেই প্রচারণা শেষ করতে হবে প্রার্থীদের। মেয়র প্রার্থী ছাড়াও কাউন্সিলর প্রার্থীরাও প্রতিশ্রুতির ডালি নিয়ে ছুটছেন ভোটারদের কাছে। নির্বাচনী পরিবেশ উৎসব মুখর আছে বলে জানাচ্ছেন ভোটাররা। ১৬ জানুয়ারী নাসিক নির্বাচনের ভোট গ্রহণ।