নির্বাচন থেকে সরে দাড়ানোরও হুশিয়ারি

- আপডেট সময় : ০৭:০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত করতে নির্বাচন কমিশনে লিখিত আবেদন করেছেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাৎ হোসেন। দাবি আদায় না হলে নির্বাচন থেকে সরে দাড়ানোরও হুশিয়ারি দিয়েছেন তিনি। আর আওয়ামী লীগ প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বলেছেন সরকার করোনাকে মহামারি ঘোষণা না করা পর্যন্ত নির্বাচন স্থগিত করার কোন সুযোগ নেই।
সকালে প্রধান নির্বাচনী এজেন্ট আব্দুল্লাহ আল নোমানসহ সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে রিটার্নিং কর্মকর্তা হাসানুজ্জামানের কাছে লিখিত আবেদন পৌছে দেন ডাক্তার শাহাদাত হোসেন। এসময় তিনি অভিযোগ করেন নির্বাচনে বিএনপি প্রার্থীর বিজয় ঠেকাতে জনগণ যাতে ভোট কেন্দ্রে যেতে না পারে সে জন্যই সরকারের নির্দেশে করোনা আতঙ্কের মধ্যে একতরফাভাবে নির্বাচন করতে চায় ইসি। এদিকে দুপুর থেকে আন্দরকিল্লা জামে মসজিদে নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামীলীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। তার দাবি সরকার যেহেতু এখনো করোনা ভাইরাসকে মহামারি ঘোষণা করেনি, তাই নির্বাচন পেছানোর যৌক্তিকতা এখনো তৈরী হয়নি। তারপরও নির্বাচন কমিশনের নতুন কোনো সিদ্ধান্তের ব্যাপারে আপত্তি নেই বলেও জানান তিনি।