নির্বাচন ছাড়া ক্ষমতায় আসার বিকল্প পথ নেই

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
নির্বাচন ছাড়া ক্ষমতায় আসার বিকল্প পথ নেই। বিএনপি ক্ষমতায় এসে বাংলদেশকে ২০ বছর পিছিয়ে দিয়েছিল বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
দুপুরে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শহরের মনু নদীর পাড়ে সৌন্দর্যবর্ধন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় পরিকল্পনামন্ত্রী বলেন, দেশব্যাপী উন্নয়নের জোয়ার চলছে। এমন কোনো জায়গা নেই, যেখানে উন্নয়ন হচ্ছে না। এটা প্রধানমন্ত্রীর অবিচল ইচ্ছা ও সাহসের কারণে হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় এমপি নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমানসহ অনেকে।