নির্বাচন কেন্দ্রিক সাম্প্রদায়িক সংঘাতের আশঙ্কা নিয়ে সরকারকে কঠোরভাবে সতর্ক করা হবে : হাবিবুল আউয়াল
 
																
								
							
                                - আপডেট সময় : ০৯:৫৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
- / ১৭৫৭ বার পড়া হয়েছে
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন কেন্দ্রিক সাম্প্রদায়িক সংঘাতের আশঙ্কা নিয়ে সরকারকে কঠোরভাবে সতর্ক করা হবে। নির্বাচন ভবনে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
বৈঠকে সংগঠনটির পক্ষ থেকে নির্বাচন কেন্দ্র করে সাম্প্রদায়িক সংঘাত বা সহিংসতার আশঙ্কা করে সিইসির কাছে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়। সিইসি বলেন, বিষয়টা গুরুত্ব সহকারে নেয়া হয়েছে। ইসির পক্ষ থেকে জানানো হয়, বিষয়টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে। তবে যখন নির্বাচনের সঙ্গে বিষয়টা সংশ্লিষ্ট হবে, সেখানে নির্বাচন কমিশনের সংশ্লিষ্টতা এসে যায়। দেশে নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো সাম্প্রদায়িক সংঘাত বা সহিংসতা না হয় চিঠির মাধ্যমে তা সরকার, জেলা প্রশাসক, এসপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়– যারা যারা দায়িত্বপ্রাপ্ত তাদের অবহিত করা হবে।

 
																			 
																		
















