নির্বাচন কমিশন চাইলে নির্বাচন পেছাতে পারে: ওবায়দুল কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
করোনা নিয়ে ঝুঁকিতে থাকলেও আতংকিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
করোনা মোকাবেলায় সরকারের সবধরনের প্রস্তুতি রয়েছে জানিয়ে তিনি সবাইকে সচেতন হয়ে এই সংকট মোকাবেলার আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, দেশের এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশন চাইলে নির্বাচন পেছাতে পারে, সরকারের কোনো হস্তক্ষেপ নেই। সকালে রাজধানীর বনানী কবরস্থানে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৭ম মৃতুবার্ষিকীতে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন, জিল্লুর রহমান ছিলেন, দেশের রাজনতৈকি সংকটে একজন সাহসী ও গ্রহণযোগ্য নেতা। তিনি এক-এগারোতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পাশে থেকে দলকে ঐক্যবদ্ধ করেছিলেন।