নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত খসড়া আইন জাতীয় সংসদে বিল আকারে উত্থাপন

- আপডেট সময় : ০২:২১:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত খসড়া আইন জাতীয় সংসদে বিল আকারে উত্থাপন করেছেন আইনমন্ত্রী। আগামী সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়েছে। এসময় আইনমন্ত্রী বলেন, বিএনপি রাষ্ট্রপতির সংলাপে না গিয়ে এই আইনের বিরোধীতা করছে। এদিকে, নির্বাচন কমিশন আইনটি প্রত্যাহারের দাবি করেন বিএনপির সংসদ সদস্য হারুন উর রশিদ।
সকালে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের ১৬তম অধিবেশনের বৈঠক বসে। উপস্থিত ছিলেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অধিবেশনের শুরুতে বহুল আলোচিত নির্বাচন কমিশন গঠন বিল উত্থাপন করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
বিলটি অসঙ্গতীপূর্ণ নয়, বিএনপি না বুঝে সমালোচনা করছে বলে জানান আইনমন্ত্রী। এদিকে, নির্বাচন কমিশন গঠন নিয়ে বিলটি প্রত্যাহার করার আহ্বান জানান বিএনপির সংসদ সদস্য হারুন উর রশিদ।
অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতেই পাঠানো হয়েছে বিলটি। সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এর আগে ১৭ জানুয়ারি ‘প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন- ২০২২’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।