নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপ নিয়ে বিএনপির বক্তব্য সংবিধান বিরোধী : নানক

- আপডেট সময় : ০৭:৪৭:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপ নিয়ে বিএনপির বক্তব্যকে সংবিধান বিরোধী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীল সদস্য, জাহাঙ্গীর কবির নানক। সকালে রাজধানীর ধানমন্ডিতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের সাথে দলের কেন্দ্রীয় কমিটির যৌথসভা শেষে এ মন্তব্য করেন তিনি। বিএনপি-জামায়াত বিভিন্ন কৌশলে নির্বাচনে অংশ নিচ্ছেন বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা।
আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সোমবার আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতেই নারায়নগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যৌথসভার আয়োজন করা হয়।
সভায় স্বাগত বক্তব্যে নারায়নগঞ্জের নির্বাচনকে দলের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে জাহাঙ্গীর কবির নানক বলেন, দায়িত্বশীলদের দায়িত্বহীন বক্তব্য আশা করে না আওয়ামী লীগ। এসময় নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করার সমালোচনাও করেন তিনি।
সভা শেষে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপ নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করেন তিনি।
এসময় নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে দলের বিরোধ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।
সভায়, মুঠোফোনে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতা-কর্মীদের নৌকার পক্ষে কাজ করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও।