নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতিকে আইন করাসহ তিন প্রস্তাব জাতীয় পার্টির

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২২:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে নির্বাচন কমিশন গঠনে আইন করাসহ তিনটি প্রস্তাব দিয়েছে জাতীয় পার্টি। রাষ্ট্রপতির ডাকা রাজনৈতিক দলগুলোর প্রথম সংলাপে চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে অংশ নেয় জাতীয় পার্টি।
বিকেলে বঙ্গভবনে আট সদস্যের প্রতিনিধি দল নিয়ে যান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এ সময় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তাদের স্বাগত জানান। করোনাকালে এই বৈঠক উপলক্ষে দীর্ঘদিন পরে দেখা হওয়ায় শুরুতেই কুশল বিনিময় করেন তারা। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য
নির্বাচনের জন্য ‘গ্রহণযোগ্য ব্যক্তিদের’ নিয়ে ইসি গঠনের প্রস্তাব দেয় জাপা। সংলাপ শেষে জিএম কাদের গণমাধ্যমকে জানান, নির্বাচন কমিশন গঠনে জাতীয় পার্টি তিনটি প্রস্তাব দিয়েছে। এছাড়া স্বাধীন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিতে চার-পাঁচজনের নামও প্রস্তাব করেছে দলটি।