নির্বাচন কমিশন গঠনে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সার্চ কমিটির বৈঠক
- আপডেট সময় : ০২:০১:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য বিশিষ্ট নাগরিকদের সঙ্গে প্রথম বৈঠকে বসেছে সার্চ কমিটি। সকাল ১১টা ২৫ মিনিটে সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে সভাপতিত্ব করছেন সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। বৈঠকে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, ড. আসিফ নজরুল, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ সহ ১৪ জন বিশিষ্ট নাগরিক উপস্থিত ছিলেন। এদিকে, দুপুর পৌনে ১টায় বিশিষ্টজনদের সঙ্গে সার্চ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে। একে গণমাধ্যম ব্যাক্তিত্বসহ আরো ২০ জন বিশিষ্ট ব্যাক্তি উপস্থিত থাকার কথা রয়েছে।এদিকে নতুন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ করার জন্য যোগ্য প্রার্থী বাছাই করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগসহ মোট ২৪টি নিবন্ধিত রাজনৈতিক দল অনুসন্ধান কমিটির কাছে নাম প্রস্তাব করেছে। এ ছাড়া ছয়টি পেশাজীবী সংগঠন থেকে প্রস্তাব এসেছে।মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোকদের নিয়ে যাতে নির্বাচন কমিশন গঠতি হয় তার জন্য মত দিয়েছেন অধিকাংশ বিশিষ্টজনরা। সার্চ কমিটির বৈঠক শেষে এসব কথা জানান তারা। তারা আরো বলেন, সৎ, যোগ্য ও নিষ্ঠাবান লোক যেন এই জায়গায় স্থান পাই। কোন বিতর্কিত লোক যেন রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ পদে আসতে না পারে।










