নির্বাচন কমিশনকে নতুন করে কোনো তফসিল ঘোষণা না করার আহবান
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশনকে নতুন করে কোনো তফসিল ঘোষণা না করার আহবান জানানো হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের বিধিনিষেধ নিয়ে, দু’এক দিনের মধ্যে প্রজ্ঞাপন জারির কথা জানিয়েছেন স্বাস্থ্যসচিব।
কয়দিন ধরেই দেশে বেড়েছে করোনা সংক্রমণ ঠেকাতে এই আহ্বান জানানো হয়। করোনার রাশ টেনে ধরতে নানা পদক্ষেপ নেয়ার কথা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে। এরইমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জারি করা হয়েছে ১৫টি নির্দেশনা। তবে সরকারের পক্ষ থেকে নেয়া পদক্ষেপ বা বিধি নিষেধের প্রজ্ঞাপন কয়েকদিনের মধ্যেই জারি হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব। ঢাকা ও নাটোর জেলা করোনা সংক্রমণের মধ্যম ঝুঁকিতে আছে। গত সাত দিনের তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ দুই জেলায় করোনা সংক্রমণ ৫ শতাংশের উপরে। দেশে একদিনে ৮৯২ জনের করোনা শনাক্ত।ফলে হাসপাতালে রোগীর চাপ বাড়ছে।


















