নির্বাচন একপাক্ষিক, পাতানো ও প্রতিদ্বন্দ্বিতাহীন হয়েছে, যা গণতন্ত্রের জন্য অশনিসংকেত : টিআইবি
- আপডেট সময় : ০৬:৫৩:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
- / ১৮৪৯ বার পড়া হয়েছে
দ্বাদশ সংসদ নির্বাচন একপাক্ষিক, পাতানো ও প্রতিদ্বন্দ্বিতাহীন হয়েছে, যা গণতন্ত্রের জন্য অশনিসংকেত বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। ২৯৯ আসনের মধ্যে ২৪১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি বলে জানায় সংস্থাটি। ধানমন্ডির মাইডাস সেন্টারে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ট্র্যাকিং’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। নির্বাচনে শেষের এক ঘণ্টায় ১৫ দশমিক ৪৩ শতাংশ ভোটসহ মোট ৪১ দশমিক ৮০ শতাংশ ভোট পড়া বিতর্কের জন্ম দিয়েছে বলে জানায় টিআইবি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ট্র্যাকিং’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে টিআইবির এই সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে টিআইবির গবেষণা প্রতিবেদনে বলা হয়, ভোটের দিন সারাদেশে অধিকাংশ কেন্দ্রে আওয়ামী লীগ এবং স্বতন্ত্র প্রার্থী ছাড়া অন্য দলের প্রার্থীদের পোলিং এজেন্ট ছিল না। প্রতিপক্ষের প্রার্থীদের এজেন্টদের হুমকির মাধ্যমে কেন্দ্রে প্রবেশ করা থেকে বিরত রাখা হয়। ভোটের দিন স্বল্প ভোটার আগমন এবং ডামি লাইন তৈরি, বিভিন্ন আসনে অন্য দলের প্রার্থীর এজেন্ট বের করে দেওয়া, ভোটের আগে ব্যালটে সিল মারা, ভোট চলাকালে প্রকাশ্য সিল মারাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধলা হয় প্রতিবেদনে।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন একপাক্ষিক, পাতানো ও প্রতিদ্বন্দীতাহীন হয়েছে, যা গণতন্ত্রের জন্য অশনিসংকেত। তিনি বলেন, একতরফা এ নির্বাচনে আইনী জটিলতা না থাকলেও তা চীরকাল প্রশ্নবৃদ্ধ হয়ে থাকবে। এ নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশন সরকারের এজেন্ডা বাস্তবায়ন করেছে। ফলাফল নিয়ে নির্বাচন কমিশনের ব্যাখ্যা বিতর্কিত বলেও জানান ড. ইফতেখারুজ্জামান।













