নির্বাচনে স্বতন্ত্র থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আওয়ামী লীগের চেয়ে বেশি চেয়ারম্যান পদে জয়ী

- আপডেট সময় : ০২:১৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
সদ্য অনুষ্ঠিত পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আওয়ামী লীগের চেয়ে বেশি চেয়ারম্যান পদে জয় তুলে নিয়েছেন।
গত চার ধাপেই আওয়ামী লীগের সঙ্গে হাড্ডাহাডি লড়াই করেছেন স্বতন্ত্র প্রার্থীরা।এবার দলটিকে ছাড়িয়ে গেলেন তারা।
মাঠপর্যায় থেকে পাঠানো ফলাফল একত্র করে বৃহস্পতিবার সমন্বিত প্রতিবেদন তৈরি করে সংস্থাটি। এতে, ৬৯২টি ইউপির ফলাফল ঘোষণা করা হয়েছে। অবশিষ্ট ১৫টি বিভিন্ন কারণে স্থগিত রাখা হয়েছে। ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামানের পাঠানো এক প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা ৩৪৬টি ইউপিতে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন, যা মোট ইউপির ৫০ শতাংশ। আর আওয়ামী লীগের প্রার্থীরা জয় পেয়েছেন ৩৪১টি ইউপিতে, যা মোট ইউপির ৪৯ দশমিক ২৭ শতাংশ। সব মিলিয়ে ইউনিয়ন পরিষদ ৪ হাজার ৫৭৪টি। এর মধ্যে ৪৩৬টি ইউপি নিয়ে মামলা ও সীমানা জটিলতা থাকায় নির্বাচন হয়নি। ষষ্ঠ ধাপের ভোট হবে ৩১ জানুয়ারি। আর সপ্তম ধাপে ভোটগ্রহণ হবে ৭ ফেব্রুয়ারি। এছাড়া ১০ ফেব্রুয়ারিও আটটি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।