নির্বাচনে পরাজিত করা সম্ভব নয়, তাই শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৯:২৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
নির্বাচনে পরাজিত করা সম্ভব নয়, তাই শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিকেলে সচিবালয়ে জাতীয় শোক দিবসের আলোচনায় এ কথা বলেন ওবায়দুল কাদের। বর্তমান পরিস্থিতিতে শুধু সাধারণ জনগণ নয়, মন্ত্রী-এমপিদের বাসাতেও লোডশেডিং দেওয়ার আহ্বান জানান তিনি।
জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ।
শুরুতেই আলোচনায় অংশ নেন সচিবরা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রী ও পানি সম্পদ উপমন্ত্রী।
প্রধান অতিথি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, আগস্ট মাসকে চক্রান্তের মাস উল্লেখ করে বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, এই মাস এলেই বিচলিত হয় তারা।
বর্তমান পরিস্থিতিতে মন্ত্রী-এমপিদের বাড়িতে লোডশেডিংয়ের দেয়ার ব্যপারে নিজের সমর্থনের কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
সবাইকে গাড়ি ও জ্বালানী ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহবান জানান ওবায়দুল কাদের।