নির্বাচনে কারো পক্ষ নেবে না, পর্যবেক্ষকও পাঠাবে না যুক্তরাষ্ট্র : মার্কিন রাষ্ট্রদূত
- আপডেট সময় : ০৭:৩৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- / ১৮৭৫ বার পড়া হয়েছে
নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো বিশেষ পক্ষ নেবে না। বাংলাদেশের জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, সেই সরকারের সঙ্গেই কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাত শেষে তিনি বলেন, বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারবেন। এদিকে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নির্বাচনী পর্যবেক্ষক না পাঠালেও চারটি জেলায় স্বাধীনভাবে পর্যবেক্ষণ করবে তারা।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনসহ চার সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত জানান, ১২ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে খুবই আগ্রহী যুক্তরাষ্ট্র। নির্বাচনের ফলাফল দেখার জন্য মুখিয়ে আছেন তারা ।
নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, পোস্টাল ব্যালট, নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যবেক্ষণ, প্রার্থীদের প্রচার প্রচারণাসহ সার্বিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
হ্যা/না ভোট নিয়ে সরকারের পক্ষ থেকে প্রচারণার বিধিনিষেধ নিয়ে আদালত সিদ্ধান্ত দেবে বলেও জানান আখতার আহমেদ।



















