আন্দোলনের মতো নির্বাচনকেও ভয় পায় বিএনপি: ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৮:০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে– বিএনপি নেতাদের এমন বক্তব্য অবান্তর উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিজেরা দেউলিয়া হয়ে, অন্যদের নিয়ে প্রশ্ন তোলা মানায় না। তিনি দাবি করেন, বিএনপি আসলে আন্দোলনের মতো নির্বাচনকেও ভয় পায়। এজন্য আন্দোলন ও নির্বাচন- উভয়কেই বর্জন করছে তারা।
খুলনা সড়ক জোনের অধীনে নবনির্মিত দুইটি সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খুলনা-যশোর মহাসড়কের দুরবস্থার দুর করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন মন্ত্রী।
সমালোচনা করেন, বিএনপি মহাসচিবের বক্তব্যের। বলেন, বিএনপি বিদেশীদের হস্তক্ষেপ চেয়ে চিঠি দেয়, আবার তারাই আওয়ামী লীগকে দেউলিয়া বলছে।
ওবায়দুল কাদের দাবি করেন, জনগণের প্রতি আস্থা নেই বলেই, নির্বাচনে অংশ নিতে ভয় পায় বিএনপি।
সাম্প্রদায়িক শক্তি যেন মাথাচাড়া দিতে না পারে, সে বিষয়ে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন সরকারের এই মন্ত্রী।