নির্বাচনের নামে প্রহসন করেছিল জিয়াউর রহমান : প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৮:১৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
নির্বাচনের নামে জিয়াউর রহমান প্রহসন করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ঘুম-খুনের রাজনীতির মধ্যে দিয়ে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয় গিয়েছিলো জিয়া। তার ধারবাহিকতা বজায় রেখেছিল খালেদা জিয়া। বিএনপি দুর্নীতি ও মিথ্যা বানানোর কারখানা বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সভানেত্রী। আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়ালী যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ আওয়ামী লীগ। ১৯৪৯ সালের এই দিনে পুরান ঢাকার কে এম দাস লেনের রোজ গার্ডেনে আত্মপ্রকাশ করে দলটি । নানা চড়াই উৎড়াই পেরিয়ে পা দিয়েছে চুয়াত্তরে ।
প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মিরা । এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, সংবিধান লঙ্ঘন করে জিয়াউর রহমান ক্ষমতায় বসে। তখন থেকেই নির্বাচনি কারচুপি শুরু হয়।
তারেক জিয়াকে দেশে আসতে দেয়া হয় না বিএনপির নেতাদের বক্তব্য মিথ্যাচার বলে জানান প্রধানমন্ত্রী।
জিয়উর রহমানের লাশ কোথায় তা প্রশ্ন রেখে সরকার প্রধান বলেন, মিথ্যা বলা ও বানানোর কারখানা হলো বিএনপি।
বানভাসী মানুষদের সাহায্য সহায়তা না করে বিএনপি মায়া কান্না করছেন বলেও জানান প্রধানমন্ত্রী।
দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।