নির্বাচনের নামে জাতি আরেকটি তামাশা দেখেছে

- আপডেট সময় : ০৬:৩০:০২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
নির্বাচনের নামে জাতি আরেকটি তামাশা দেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। বিকেলে ভোট শেষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এ সব বলেন মির্জা ফখরুল । অন্যদিকে ইভিএমে আস্থাহীনতার কারণে ভোটার উপস্থিতি কম ছিল বলে মন্তব্য করেছেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।
সকাল ৮ টা থেকে শুরু হয় ইভিএমে নগর নির্বাচনের ভোট গ্রহন। ড. কামাল হোসেন লাঠিতে ভর করে রাজধানীর ভিকারুন্নিসা স্কুল এণ্ড কলেজে ভোট দিতে আসেন। এ সময় কারিগরি ত্রুটিতে বেশ খানিকক্ষণ অপেক্ষার পর তিনি ভোটাধিকার প্রয়োগ করে-ইভিএম নিয়ে তার বিরুপ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বলেন জনগণ ভীতির কারনেও কেন্দ্রে আসেনি।
অন্যদিকে দিনভর নানা অভিযোগ বিএনপির পক্ষ থেকে আসলেও ভোট শেষে বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, নির্বাচনের নামে তামাশা দেখেছেন তিনি। এ সময় বিভিন্ন জায়গায় এজেন্টদের বের করে দেয়া হয়েছে- এমন অভিযোগও করে তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীও তাদের দায়িত্ব পালন করেনি। তার মতে, ইভিএমের ভোটের কারনেই এই ন্যাক্কারজনক অবস্থার তৈরী হয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।