নির্বাচনী সহিংসতায় একজন নিহত ও ৭টি কেন্দ্র বন্ধের বিষয়টি ইসি স্বীকার করেছে

- আপডেট সময় : ০৭:৫২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
চতুর্থ ধাপে ৫৫টি পৌরসভার ভোটে নির্বাচনী সহিংসতায় একজন নিহত ও সাতটি ভোটকেন্দ্র বন্ধের বিষয়টি স্বীকার করেছে নির্বাচন কমিশন। কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার জানান, নির্বাচনের পরিবেশ নিয়ে এখন পর্যন্ত সন্তুষ্ট ইসি।
রোববার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে এ কথা জানান তিনি । ইসি সচিব বলেন, ‘৫৫টি পৌরসভার ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। পুরো দেশেই শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি কেন্দ্রেসহ সাতটি কেন্দ্রের ভোট বন্ধ হয়। বাকি ৫০৩টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের পটিয়ায় দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে গোলাগুলিতে একজন নিহত ঘটনায় তিনি বলেন, পটিয়াতে ভোটকেন্দ্রের বাইরে প্রার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন মারা গেছেন। এটা নিঃসন্দেহে দুঃখজনক।