নির্বাচনী সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর দুর্বৃত্তদের হামলা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নির্বাচনী সংবাদ সংগ্রহকালে দুর্বৃত্তরা হামলা চালিয়ে চারজন সাংবাদিককে আহত করেছে। এসময় তাদের বহনকারী গাড়িও ভাঙচুর করা হয়।
সকাল ৯টায়, ব্রাহ্মনপাড়া দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অন্তত ৫০ জন দূর্বৃত্তরা হামলা চালায়। এসময় সাংবাদিক আবদুস সালাম, জহিরুল হক বাবু ও আশিকুর রহমান আশিক গুরুতর আহত হয়। এছাড়া, আনারস প্রতীকের প্রার্থী কিশোর সরকার, মনির হোসেনের মাথা ও ঘাড়ে আঘাত লাগে। তাদের রক্তক্ষরণ হয়। ব্রাহ্মনপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ আবু হাসনাত ও মোঃ মহিউদ্দিন মবিন জানান, আমরা চারজন সাংবাদিককে চিকিৎসা দিয়েছি। আশিকুর রহমান আশিকের অবস্থা গুরুতর তাই কুমিল্লা কুচাইতলী হাসপাতালে তাকে রেফার্ড করা হয়েছে।